গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি-জামায়াত ও গণ অধিকার পরিষদ একসাথে আছে। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।
শনিবার বিকাল চারটায় নোয়াখালী মাইজদী বাজারে গণ অধিকার পরিষদের নোয়াখালী জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আরও বলেন, নানাভাবে আওয়ামী লীগ আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করার পাঁয়তারা করছে। আজ বিএনপিকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করে আস্থা নষ্ট করার চেষ্টা করছে তারা। গণ অধিকার পরিষদের জোয়ার দেখে ষড়যন্ত্র করছে। আমরা ঐক্যবদ্ধ আছি। বিএনপি এবং জামায়াত গণঅধিকার পরিষদ আমরা এক আছি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনসহ শিক্ষার্থীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল