চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলামকে (৫৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের বঙ্গজ মোড়ে এ ঘটনা ঘটে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সাইফুল ইসলাম দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে।
সাইফুলের চাচাতো ভাই আবু ইয়াজিদ জানান, সাইফুল ইসলাম দুপুরে নিজ গ্রাম ইব্রাহিমপুর থেকে ব্যবসায়িক কাজে চুয়াডাঙ্গায় আসছিলেন। এসময় তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে কয়েক যুবক তার গতিরোধ করে হামলা চালায়। আক্রমণকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত, পিঠ এবং ডান পায়ে আঘাত করে। এতে মারাত্মক জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের জানান, সাইফুল ইসলামের শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন