ঝিনাইদহে অভিনব কায়দায় বিকাশ পেমেন্টে মাদকের হোম ডেলিভারি বেড়েই চলেছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যখন তৎপর, তখন ঝিনাইদহে সহজেই পাওয়া যাচ্ছে মাদক। সীমান্তবর্তী এ জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর তোপের মুখে কৌশল পরিবর্তন করেছে মাদক কারবারিরা। ছোট কারবারিদের মাঝে মধ্যে গ্রেফতার করলেও মাদকের শীর্ষ কারবারিদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন স্থানীয় প্রশাসন।
জানা গেছে, চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশ করে এ জেলায় মাদক আমদানি করছে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। এখনও তারা নতুন প্রভাবশালীদের সাথে সক্ষমতা গড়ে তুলেছে।
এই মাদক কারবারিরা এরই মধ্যে রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা,সরকারি আমলা ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সদস্যদের সহায়তায় বেশ শক্তিশালী রূপ ধারণ করেছে।
স্থানীয় গোয়েন্দা সূত্রের দাবি, প্রতিদিন আনুমানিক পাঁচ হাজার ইয়াবা ও দুই হাজার ৫০০ বোতল ফেনসিডিল বিক্রি হয় শুধু ঝিনাইদহ পৌর এলাকায়। ভারতের খুব নিকটবর্তী হওয়ায় বিকাশ পেমেন্টের মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে ভারতীয় আমদানিনিষিদ্ধ ফেনসিডিল, ইয়াবা, গাঁজা জেলার মহেশপুর উপজেলা ও চুয়াডাঙ্গা হয়ে খুব সহজে মাদকসেবীদের হাতে পৌঁছে দিচ্ছে মাদক কারবারিরা। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের মাদক কারবারিদের সাথে সম্পর্ক গড়ে তুলে টেকনাফ, কক্সবাজার, উখিয়া থেকে মাদকের চালান ঢুকছে ঝিনাইদহ জেলায়।
ঢাকার একটি মাদকচক্রের সঙ্গে যোগসাজশ করে কক্সবাজার থেকে ঝিনাইদহে মাদকের চালান নিয়ে আসা হয়। মাদকের শীর্ষ এই চক্রগুলোর সাথে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সরকারি আমলাদের যোগসাজশ রয়েছে বলে সূত্রটি দাবি করেছে। গত ১৮ সেপ্টেম্বর ৪ বস্তায় ১২০১ বোতল ফেনসিডিল, প্রাইভেটকার, নগদ টাকাসহ ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাজ্জাদুর রহমানসহ তার দুই সহযোগীকে আটক করেছিল র্যাব-৬। এ অভিযানের নেতৃত্বে দিয়েছিলেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে স্থানীয় প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, মাদকের বিরুদ্ধে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আশা করছি দ্রুতই এই অভিনব কায়দার সমাধান বের করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএ