এবার তোমার রহমের দ্বার
দাও খুলে দাও রব
দেখো কেমন বন্যার জলে
ভাসছে মানুষ সব
তুমিই পারো সব মসিবত
করে দিতে দূর
শোন হাজার মানুষেরই
করুণ কান্নার সূর।
কত শিশু পশু পাখি
মরে হচ্ছে শেষ
বাঁচাও প্রভু বন্যা থেকে
প্রিয় বাংলাদেশ।
এবার তোমার রহমের দ্বার
দাও খুলে দাও রব
দেখো কেমন বন্যার জলে
ভাসছে মানুষ সব
তুমিই পারো সব মসিবত
করে দিতে দূর
শোন হাজার মানুষেরই
করুণ কান্নার সূর।
কত শিশু পশু পাখি
মরে হচ্ছে শেষ
বাঁচাও প্রভু বন্যা থেকে
প্রিয় বাংলাদেশ।