সোনা ব্যাঙে গান ধরেছে
পুকুর পাড়ে বসে,
তাইনা দেখে শেয়াল মুখে
কুলুপ আঁটে কষে।
বনের যত পশুর দল
খুশি হয়েছে আজ,
সোনা ব্যাঙের গান শোনে
ভুলে সকল কাজ।
ইঁদুর বাজায় টুমটুমি আর
বিড়াল বাজায় কাসর,
বনের মাঝে জমে উঠেছে
সোনা ব্যাঙের আসর।
সোনা ব্যাঙে গান ধরেছে
পুকুর পাড়ে বসে,
তাইনা দেখে শেয়াল মুখে
কুলুপ আঁটে কষে।
বনের যত পশুর দল
খুশি হয়েছে আজ,
সোনা ব্যাঙের গান শোনে
ভুলে সকল কাজ।
ইঁদুর বাজায় টুমটুমি আর
বিড়াল বাজায় কাসর,
বনের মাঝে জমে উঠেছে
সোনা ব্যাঙের আসর।