মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ জনমত জরিপ বলছে, নির্বাচনের ফল নির্ধারণী ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে জনসমর্থনে ট্রাম্পের সঙ্গে হ্যারিসের ব্যবধান কমে এসেছে। আগের ডেমোক্র্যাটিক প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ভালো অবস্থানে উঠে এসেছেন তিনি। সূত্র : রয়টার্স, বিবিসি।
খবরে বলা হয়, নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রার্থী হওয়ার পথে থাকা কমলা হ্যারিস অল্প দিনেই জনসমর্থনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি চলে এসেছেন। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, নির্বাচন হবে হাড্ডাহাড্ডি। আগামী সাড়ে তিন মাস ট্রাম্প এবং কমলার নির্বাচনি প্রচার উভয়ের জন্যই চ্যালেঞ্জের হতে চলেছে। নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজের জাতীয় জরিপে দেখা গেছে, ট্রাম্প কমলা হ্যারিসের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। এই জরিপে ৪৮ শতাংশ মার্কিন ভোটার ট্রাম্পকে এবং ৪৬ শতাংশ কমলাকে সমর্থন জানান। তবে জুলাইয়ের শেষের দিকে একই প্রতিষ্ঠানের জরিপে ট্রাম্পের প্রতি ৪৯ শতাংশ এবং বাইডেনের প্রতি ৪১ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছিলেন। এমারসন কলেজ/দ্য হিল পরিচালিত এই জরিপের ফলে দেখা যায়, গুরুত্বপূর্ণ এমন চারটি রাজ্যে ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। অ্যারিজোনায় ট্রাম্পের সমর্থন ৪৯% আর হ্যারিসের ৪৪%, জর্জিয়ায় ট্রাম্প ৪৮% এবং হ্যারিস ৪৬%, মিশিগানে ট্রাম্প ৪৬% আর হ্যারিস ৪৫%, পেনসিলভেইনিয়ায় ট্রাম্প ৪৮% এবং হ্যারিস ৪৬% সমর্থন পেয়েছেন। এ ছাড়া, উইসকনসিনে ট্রাম্প এবং হ্যারিস সমান জনসমর্থন পেয়েছেন। দুজনই পেয়েছেন ৪৭ শতাংশ সমর্থন। খবরে বলা হয়, নির্বাচনে কে জয়ী হবেন, তা অনেকটা নির্ভর করছে কয়েকটি দোদুল্যমান রাজ্যের ভোটের ওপর। ইমারসন কলেজ/দ্য হিল পরিচালিত জরিপে দেখা গেছে, গুরুত্বপূর্ণ কিছু রাজ্যে ট্রাম্প এবং কমলার ব্যবধান কমছে। এদিকে বারাক ওবামা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দেবেন কিনা তা নিয়ে কয়েক দিন ধরেই নানা জল্পনা ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটেছে। যৌথ এক বিবৃতিতে ওবামা এবং মিশেল বলেছেন, তারা বিশ্বাস করেন, কমলা হ্যারিসের ‘দূরদর্শিতা, বিশিষ্টতা এবং শক্তি’ আছে যা এই গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকাটা জরুরি। বারাক ওবামা বলেন, কমলা হ্যারিসকে সমর্থন জানানোর চেয়ে গর্বের আর কিছু তাদের জন্য হতে পারত না। হ্যারিসকে জয়ী করতে ‘সম্ভাব্য সবকিছু’ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ওবামা দম্পতি। ওবামার স্ত্রী মিশেল বলেছেন, ‘আমি আপনাকে নিয়ে গর্বিত। এই নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে।’