চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়াকে হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ২০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে বদিউজ্জামান নামে এক গার্মেন্ট শ্রমিক হত্যার অভিযোগে ৩৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।
চট্টগ্রাম : শুক্রবার চান্দগাঁও থানায় দায়ের হওয়া হৃদয় চন্দ্র তরুয়াকে হত্যা মামলায় অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা, বিতর্কিত ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালা, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ও রেজাউল করিম চৌধুরী, কাজী আকরাম উদ্দীন আহমেদ, সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলম, খাগড়াছড়ির সাবেক এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, নরসিংদীর মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, সিএমপির কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সময় টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান কমল দে, চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রমুখ।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বদিউজ্জামান নামে গতকাল দুপুরে গার্মেন্ট শ্রমিক হত্যা মামলার আসামির তালিকায় রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি এ কে এম শামীম ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমিরী ওসমান, শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীসহ ৩৬ জন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গার্মেন্ট শ্রমিক বদিউজ্জামান হত্যার ঘটনায় এই মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হবে।