যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাইন মাউন্টেন ক্লাবের পিক টু পিক মাউন্টেন চার্টার স্কুলে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। একজন শিক্ষিকা শ্রেণিকক্ষ প্রস্তুত করার সময় সেখানে একটি কালো ভালুক ঢুকে পড়ে।
খবর অনুসারে, শিক্ষিকা এলিন সালমন শ্রেণিকক্ষ সাজানোর কাজ করছিলেন এবং কিছু জিনিস ফটোকপি করতে বাইরে যা শ্রেণিকক্ষটি খোলা রেখে। ফিরে এসে তিনি দেখতে পান, একটি কৌতূহলী কালো ভালুক শ্রেণিকক্ষ দখল করে আছে।
ভীত হয়ে সালমন শ্রেণিকক্ষের দরজা বাইরে থেকে আটকে দেন। তবে তার মুঠোফোনটি শ্রেণিকক্ষেই রেখে আসতে হয়। পরে তিনি তার স্বামী ইয়ানকে ফোন করে ঘটনাটি জানান। ইয়ান এসে দরজা খুলে দিলে ভালুকটি পালিয়ে যায়।
ভালুকটি কোনো বড় ক্ষতি না করলেও ভূমিকম্পের জন্য রাখা জরুরি ব্যাগটি তছনছ করেছে, যেটিতে কিছু শুকনো খাবার ছিল। স্কুল কর্তৃপক্ষ এ ঘটনার পর শ্রেণিকক্ষে ভালুকের প্রবেশ ঠেকাতে দরজার হাতল বদলানোর পরিকল্পনা করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল