জাতিসংঘের (ইউএন) মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত সংবর্ধনায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রূপুন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন অধ্যাপক ইউনূস।
এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেন তিনি।
আজ মঙ্গলবার পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত