শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইউনূসের প্রশংসায় কানাডার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে টুইট বার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ২৮ সেপ্টেম্বর এক টুইট বার্তায় ট্রুডো উল্লেখ করেন, ‘দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন প্রফেসর ইউনূস। এই সপ্তাহে অটোয়ায় একক যুব বিশ্ব সম্মেলনে অংশগ্রহণকারীরা ভাগ্যবান তার কাছ থেকে এ বিষয়ে জানতে পেরে।’

ওইদিন সকালে কানাডার অটোয়ায় পার্লামেন্ট হিলে অনুষ্ঠিত একক যুব বিশ্ব সম্মেলনের উদ্বোধন করেন জাস্টিন ট্রুডো ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। এতে ১৯৬টি দেশের ১৩০০ যুবনেতা অংশ নেন। ওই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামাজিক ব্যবসার প্রবক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি যুবকদের উদ্দেশে বলেন, বর্তমান বিশ্বের এখন একটাই স্বপ্ন— শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন দূষণ নিশ্চিত করা। যুবশক্তি, প্রযুক্তিশক্তি এবং সামাজিক ব্যবসাশক্তি— এই তিন মেগাশক্তি সম্মিলিতভাবে এই তিন শূন্য অর্জনে সক্ষম বলে মন্তব্য করেন প্রফেসর ইউনূস। কানাডার প্রধানমন্ত্রী পরে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং তার প্রশংসা করে টুইট বার্তা দেন।

সর্বশেষ খবর