বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
এর আগে, গত ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন আসামি সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য গতকাল ঠিক করেছিলেন। এদিন শুনানির সময় তাকে আদালতে আনা হয়।
তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন আদালতকে বলেছেন, গত ২৮ জুলাই একটি টেলিভিশনে ‘কোটা আন্দোলন নিয়ে যা ঘটেছিল রাজধানীর আজিমপুরে’ শিরোনামে একটি ভিডিও প্রচার হয়। ওই ভিডিওতে আসামিকে সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে দেখা যায়। পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে তিনি হামলায় অংশ নিয়েছিলেন। হত্যাকাণ্ডে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই অস্ত্র উদ্ধার, কারা কারা ঘটনার সঙ্গে জড়িত তা জিজ্ঞাসাবাদের জন্য সোলায়মান সেলিমের পুনরায় সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।