সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

খালেদা জিয়ার সঙ্গে সুপ্রিম কোর্ট বার নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা সাক্ষাৎ করেছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় তারা দেশের বিচার বিভাগসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ঘণ্টারও বেশি সময় মতবিনিময় করেন। বেগম খালেদা জিয়া প্রথমে আইনজীবী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পরে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আইনজীবীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ভারত সফরে সে দেশের সঙ্গে প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সমালোচনা করেন। সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সহসভাপতি পদে অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা ও সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে আইনজীবী নেতারা এতে অংশ নেন। প্রসঙ্গত, গত ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ বিএনপিপন্থি আইনজীবীরা নিরঙ্কুশ জয়লাভ করেন। নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেন তারা। অন্যদিকে আওয়ামীপন্থি আইনজীবীরা সহসভাপতির একটি পদসহ মোট ছয়টি পদে জয়লাভ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর