প্রিয় ইভেন্ট ৮০০ মিটার ফ্রি স্টাইল। এখনো প্যারিসের সুইমিংপুলে গড়ায়নি ইভেন্টটি। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লেডেকি ১৫০০ মিটার ফ্রি স্টাইলে সোনা ধরে রেখেছেন। টোকিও’র পর প্যারিস অলিম্পিকে সোনা জিতে রেকর্ড বুকে নাম লিখেছেন। এখন হাতছানি সবার ওপরে উঠার। টোকিওতে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন। প্যারিসের লা ডিফঁসা অ্যারেনায় ১৫ মিনিট ৩০ দশমিক ০২ সেকেন্ড সময়ে নতুন রেকর্ড গড়েন। ২৭ বছর বয়সি লেডেকি এ ইভেন্টে বিশ্বরেকর্ডধারী। এখন পর্যন্ত অলিম্পিকে ব্যক্তিগত ও দলগত মিলিয়ে ৮টি সোনা জিতেছেন। আরও দুটি সোনা জিতলে লেডেকি এককভাবে অলিম্পিকে নারী হিসেবে সর্বাধিক ১০টি সোনা জয়ের বিরল রেকর্ড গড়বেন।