উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেবারিটদের পরাজয়ের রাত দেখল ফুটবলপ্রেমীরা। বুধবার রাতে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দল। জয় পেয়েছে লিভারপুল এবং জুভেন্টাস।
ফরাসি ক্লাব লিলির মাঠে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে জার্মান ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিলির কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। ম্যাচের প্রথমার্ধ্বে (৪৫+২) জনাথন ডেভিড গোল করে লিলির জয় নিশ্চিত করেন। এখনো রিয়ালের হাতে ছয় ম্যাচ আছে নকআউট পর্ব নিশ্চিত করার জন্য।
রিয়াল মাদ্রিদের পরাজয়ের রাতে জয় পেয়েছে লিভারপুল। অলরেডরা ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব বলগনাকে। লিভারপুলের পক্ষে একটি করে গোল করেন ম্যাক অ্যালিস্টার ও মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছিল অলরেড খ্যাত দলটি। টানা দুই ম্যাচ জিতে লিভারপুল আছে লিগ পর্বের পাঁচ নম্বরে। জয় পেয়েছে জুভেন্টাসও। তারা জার্মান ক্লাব লিপজিগকে ৩-২ গোলে হারিয়েছে। আগের ম্যাচে ওল্ড লেডিরা পিএসভিকে হারিয়েছিল ৩-১ গোলে।
এদিকে বুধবার হেরেছে বায়ার্ন মিউনিখ। তারা ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে। অ্যাস্টন ভিলার পক্ষে জয়সূচক গোলটি করেন জন ডুরান। অ্যাস্টন ভিলা নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের ইয়াঙ বয়েজকে ৩-০ গোলে হারিয়েছিল। দুই ম্যাচ পর তারা ছয় পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে। বায়ার্ন মিউনিখ নিজেদের প্রথম ম্যাচে ডাইনামো জাগরেবকে ৯-২ গোলে উড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল জার্মান জায়ান্টরা। বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদ হেরেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বেনফিকা। প্রথম ম্যাচে বেনফিকা বেলগ্রেডকে হারিয়েছিল। টানা দুই ম্যাচ জিতে ভালো অবস্থানেই আছে পর্তুগিজ ক্লাবটি।