২৮ অক্টোবর ঘোষণা হবে ব্যালন ডি’অরের বিজয়ীর নাম। কে জিতবেন বিশ্ব ফুটবলে অন্যতম সেরা এ পুরস্কার। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। এক সময় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে চলত প্রতিযোগিতা। একজন সাত ও আরেকজন পাঁচবার এ পুরস্কার জিতেছেন। তাদের সেই দিন শেষ। এখন নতুনদের পালা। এবার তিনজনের নামই বেশি উচ্চারিত হচ্ছে। এরা হলেন- রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসাস জুনিয়র, জুড বেলিংহাম এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রুদ্রি।
ধারণা করা হচ্ছে, এ তিনজনের মধ্যে যে কোনো একজন ব্যালন ডি’অর জিততে পারেন। তবে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন মনে করেন রুদ্রি-বেলিংহাম নয়, পুরস্কার জিতবেন ভিনিসাস জুনিয়র। টিঅ্যান্ডটি স্পোর্টস ব্রাজিলের সঙ্গে কথা বলতে গিয়ে এডারসন বলেন, আমি ব্যালন ডি’অরের জন্য ভিনিসাসকে মনোনীত করছি। আমি আশা করি সে এটা জিতবে। ২০০৭ সালে কাকার পর আর কোনো ব্রাজিলিয়ান ব্যালন ডি’অর জেতেনি। সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে ভিনিসাস।’ ভিনিসাস রিয়ালের হয়ে ভালো খেললেও ব্রাজিল জাতীয় দলে নিজেকে সেইভাবে মেলে ধরতে পারছেন না। অন্যদিকে বেলিংহাম ইংল্যান্ড জাতীয় দলে বেশ ভালো খেলছেন। গত ইউরোপিয়ান কাপে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছেন।