Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ মার্চ, ২০১৫ ০০:০০
রুথ ইংল্যান্ড
রুথ ইংল্যান্ড

প্রথম থেকেই অভিনয় জগৎকে নিজের করে নেওয়া রুথের জন্ম ১৯৭০ সালের ২৯ মার্চ। ৪৪ বছর বয়সী এই নারী একজন ব্রিটিশ টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রী। ২০০৫ সালে তিনি মাইকেল হউককে বিয়ে করেন এবং তার প্রথম ডিসকভারির সঙ্গে কাজের শুরুটা হয় মাইকেলের হাত ধরেই ম্যান, ওম্যান ভার্সেস ওয়াইল্ডে। ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার থেকে লেখাপড়ার পাট চুকিয়ে দেওয়া এই অভিনেত্রী কাজ করেছেন বিবিসি, সিএনবিসি, আইটিভি ও ফক্স টিভিতে। তার কিছু কার্যক্রমের ভিতরে অন্যতম হলো জেইলব্রেক ফাইভ, আন্ডার প্রেসার, উইশ ইউ ওয়্যার হেয়ার, ফরএভার এডেন, ওয়াক দিস ওয়ে, ফাইভ নিউজ, স্কাই হাই, ওয়ার্ল্ড মোস্ট এক্সট্রিম হোমস ইত্যাদি। ডিসকভারির মাধ্যমে রুথ নিজের ক্যারিয়ারের একটি অন্যতম পালক খুঁজে পান, যা নিজের মুকুটে লাগানোয় চোখের পলকে লাখো দর্শকের রুদ্ধশ্বাসের কারণে পরিণত হন তিনি। নানারকম বিপৎসংকুল এবং অসম্ভব পরিস্থিতির মোকাবিলা করে কী করে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়, বাধাবিপত্তি এড়াতে হয় আর ভালোবাসতে হয় নিজেকে এবং চারপাশকে; বেছে নিতে হয় প্রকৃতি যা দিয়েছে তার থেকেই নিজের ভালোভাবে বেঁচে থাকার উপকরণ, যা খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন রুথ আর মাইকেল এ অনুষ্ঠানটিতে।

 

 

এই পাতার আরো খবর
up-arrow