দেশের ৬৪ জেলায় ১৪ হাজার কৃষির মাঠকর্মী উপসহকারী কৃষি কর্মকর্তার মিলন মেলা বসেছে।
শনিবার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নির্বাচন উপলক্ষে এই মিলন মেলা বসে।
কুমিল্লা জেলায়ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলার ৫১৮ জন ভোটার।
কুমিল্লায় কৃষি বিপণন অধিদপ্তর মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সদর উপজেলার সভাপতি মো. সালেকুর রহমান, সদর দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক আবুল হাসনাত ও জেলা কমিটির মহিলা সম্পাদক মোর্শেদা আক্তার বলেন, এই সংগঠনের নতুন নেতৃত্ব আমাদের বিভিন্ন বঞ্চনার কথা বলবে বলে আশা করছি।
এদিকে, নির্বাচন উপলক্ষে মাঠকর্মীদের মিলন মেলা বসেছে। অনেক সহকর্মীর সাথে দীর্ঘদিন পর দেখা হয়ে আনন্দ-গল্পে মেতে উঠেন তারা।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের জেলা সহ-সভাপতি গোলাম সারোয়ার ভূঁইয়া বলেন, কেন্দ্র, অঞ্চল ও জেলা পর্যায়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে কুমিল্লা অঞ্চল ও জেলার নির্বাচন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের ৪টি পদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের জেলা সভাপতি মো. ইউনুছ মিয়া বলেন, আমাদের পদোন্নতিসহ বিভিন্ন দাবি আদায়ে কাজ করবে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত