হাবিপ্রবি’র শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে বিশ্ববিদ্যালয়ের নতুন আবাসিক হল (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) উদ্বোধনের প্রায় সাড়ে তিন মাস পার হলেও আজও চালু হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বা ক্যাম্পাসের বাইরে মেসে দুই-তিন বছর ধরে অবস্থানরত শিক্ষার্থীরা হল উদ্বোধনে কিছুটা আশার আলো দেখলেও, এখন হতাশায় ভুগছেন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আবাসিক হলটি চলতি বছরের ১৭ মার্চ উদ্বোধন করা হয়। এই হলে সিট বরাদ্দের আবেদন গ্রহণ করা হয় গত ১৪ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু আবেদন গ্রহণের পরেও সিট বরাদ্দ দিতে পারেননি হল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে হল সুপার বলছেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখা হলের দায়িত্বভার হস্তান্তর করেননি। অপরদিকে, প্রকৌশল শাখা বলছে, হল কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে গেছেন।
দিনাজপুর শহরের মেসে থাকা চতুর্থ বর্ষের শিক্ষার্থী আ. রউফ জানান, আবাসিক হলে সিট না পাওয়ায় বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে চলেছি। অথচ ক্লাস করার জন্য ক্যাম্পাসে যেতে বাসে ঝুলে যাওয়া ছাড়া অন্য কোন উপায় নেই ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক শিক্ষার্থী বলেন, নতুন হলে ছাত্রদের যাতায়াত না থাকায় এটি মাদকাসক্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সুপার ড. মো. নজরুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে হলের দায়িত্ব পেলেও কার্যত হলের দায়িত্ব এখনও পাইনি। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখা আমাদের কাছে হলের দায়িত্বভার এবং চাবি এখনও হস্তান্তর করেননি। তারপরও আমি দ্রুত সিট বরাদ্দ দেওয়ার চেষ্টা করছি। অফিসের আসবাবপত্র ও জনবল সংগ্রহে প্রক্রিয়া চলছে। আশা করি আসছে জুলাই মাসে ছাত্রদের সিট বরাদ্দ দিতে পারবো।
হাবিপ্রবি”র প্রকৌশল শাখার সুপারিন্টেনডেন্ট প্রকোশলী মো. তরিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষকে আমরা দায়িত্ব হস্তান্তর করেছি এবং তাদেরকে চাবি দিতে চেয়েছি কিন্তু তারা চাবি নেননি। হলের অফিসের আসবাবপত্র সংগ্রহে কাজ করছেন তারা। এটা সম্পন্নের পরই হয়তো চাবি নিবেন।
বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৮/হিমেল