বাংলা নতুন বর্ষ ১৪২৬ কে ভিন্ন আঙ্গিকে বরণ করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) বাংলা বর্ষপঞ্জিকা প্রকাশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। রবিবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং দফতর সম্পাদক মেহেদী কবিরের সঞ্চালনায় মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শাবি প্রেসক্লাবের এই ব্যতিক্রমধর্মী বাংলা বর্ষপঞ্জিতে বাঙালিয়ানার নানা বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়েছে। এই ধরণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে সবার মাঝে বাংলা বর্ষপঞ্জি বের করা ও তা ব্যবহারের তাগিদ তৈরি হবে।’
এসময় উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. খায়রুল ইসলাম, সহকারী প্রক্টর সামিউল ইসলাম ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ।
সমাপনী বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম বলেন, ‘প্রেসক্লাবের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় আমরা এ বর্ষপঞ্জি প্রকাশ করলাম। বাংলা ভাষা ও বর্ষপঞ্জিকা বর্তমানে অবজ্ঞার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তারই পরিপেক্ষিতে আমাদের এ ক্ষুদ্র আয়োজন। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় প্রেসক্লাব সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করবে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম