১২ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:০৩

পবিপ্রবি'র সাথে বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

পবিপ্রবি'র সাথে বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৎস্য বিজ্ঞান অনুষদ এবং চট্টগ্রামের বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ এবং বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়াল এডমিরাল খালেদ ইকবালের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজিস্ট্রারদ্বয় চুক্তিতে সাক্ষর করেন। 

এ সময় পবিপ্রবির প্রো-ভাইস চ্যন্সেলর প্রফেসর মোহাম্মাদ আলী সহ উভয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে গবেষণা ও একাডেমিকের কার্যক্রম তরান্বিত হবে বলে পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. মোহাম্মদ কামরুল ইসলাম সাক্ষরিত ও প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর