কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। রবিবার বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন ‘লিবারেল মাইন্ডস’র আয়োজনে দেয়ালিকা উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনিমা আক্তারের সভাপতিত্বে কলা ও মানবিক অনুষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
রেজিস্ট্রার বলেন, নারীদের যেন আমরা ঘরের কোণে বসিয়ে না রাখি। তাদের অধিকার আদায়ে আমাদের আরো সোচ্চার হতে হবে। পুরুষদের উচিত নারীদের পাশে থাকা। আলোচনা অনুষ্ঠান শেষে বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন