ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক নারী দিবস- ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার পৃথকভাবে র্যালি ও সমাবেশ করেছে দেশরত্ন শেখ হাসিনা হল এবং খালেদা জিয়া হল।
বেলা সাড়ে ১১ টায় দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেলিনা নাসরিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে, এর আগে দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় খালেদা জিয়া হলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, হলের আবাসিক শিক্ষক আতিফা কাফিসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন