ল্যাবে কাজ করার সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। শিক্ষার্থীরা হলেন ২০১৫-১৬ সেশনের আব্দুল্লাহ আন নাসিম ও তাহমিদুল করিম।
জানা যায়, সোমবার দুপুরে ‘একাডেমিক ভবন বি’ এ অবস্থিত সিইপি বিভাগের ল্যাবে থিসিসের কাজ করার সময় অসর্তকতাবশত তাদের শরীরে গরম পানি ছিটকে পড়ে। এতে দুই জনের শরীরের কিছু অংশ ঝলসে যায়।
বিভাগীয় প্রধান আবু ইউসুফ ঘটনাটি নিশ্চিত করে জানান, তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম