জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস কাল থেকে শুরু হচ্ছে। তবে আবাসিক এ বিশ্ববিদ্যালয়ে এবার নবীন শিক্ষার্থীদের হলে অবস্থানের অনুমতি দিচ্ছেনা প্রশাসন। এ প্রসঙ্গে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ দিয়েছে।
অপরদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। আর প্রশাসন নবীন শিক্ষার্থীদের হলে অবস্থান না করতে অনুরোধ জানালে শাখা ছাত্রলীগের নবীনদের আবাসিক সুবিধা দেবেন জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অপরদিকে নতুন শিক্ষার্থীদের র্যাগিংয়ের আতঙ্ক ও র্যাগিং প্রতিরোধ করার উদ্দেশ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে “র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়বো, সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করবো” স্লোগানে র্যাগিং বিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, আমরা ক্যাম্পাসে কোন র্যাগিং হতে দিব না। র্যাগিং একটি ভয়াবহ বিষয়। র্যাগিং এর কারণে কারো লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে। তাই র্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক বলেন, যে কোন অমর্যাদাকর ও অসম্মানজনক আচরণ র্যাগিং হিসেবে বিবেচিত হবে। কাজেই সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন