শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় বাণী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। হিন্দুধর্মালম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় অঞ্জলী প্রদান করেন। তারা বিদ্যার দেবীর কাছে কৃপা কামনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম, সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশ, গনিত বিভাগের সহকারী অধ্যাপক হেনা রানী বিশ্বাস, আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সমীরন রায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক পপি হালদার, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. তারেক মাহমুদ আবির, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ এবং ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক তানভীর কায়সার সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার