বাংলাদেশে মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) ও/এএস/এ লেভেলের ফলাফল পাওয়া ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ৩টি মেগা ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উপযুক্ত উচ্চশিক্ষা প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এই বছরের ‘ও লেভেল’ এবং ‘এ লেভেল’র পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এ সময়টি শিক্ষার্থীদের শিক্ষার ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের উপযুক্ত সময়, তাই শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও এখন উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে ফলাফল ঘোষণার পর সঠিক উচ্চশিক্ষা প্রোগ্রাম নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থী ও অভিভাবকদের এমন সময়ে তাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করতে ৩টি মেগা ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে দেশে মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার ও শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের একমাত্র ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।
এসব ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার বিভিন্ন ধরন, প্রয়োজনীয়তা ও নির্দেশনা সম্পর্কে জানতে পারবে। আগ্রহী শিক্ষার্থীরা ভার্চুয়াল মাধ্যম জুম- এ অনুষ্ঠিত হতে যাওয়া এ ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে চাইলে - https://tinyurl.com/UCB-Sessions. লিংকে রেজিস্ট্রেশন করুন। অংশগ্রহণকারীরা প্রত্যেক ইভেন্টের জন্য সনদপত্র পাবেন।
তরুণরা এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন বিনামূল্যে। ‘ও/এএস/এ লেভেলের পরপরই সঠিক আন্তর্জাতিক ডিগ্রি প্রোগ্রাম নির্বাচন’ শীর্ষক প্রথম ইভেন্টটি হবে বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী ও/এএস/এ লেভেলের শিক্ষার্থীদের জন্য। এটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
অনুষ্ঠানটি দু’টি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম অংশে- ইউসিবি ও মোনাশ কলেজের বক্তারা এএস/এ লেভেলের পরে আন্তর্জাতিক ডিগ্রি প্রোগ্রাম নির্বাচন করার সময় মূল যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে সেসব নিয়ে আলোচনা করবেন। দ্বিতীয় অংশে- বাংলাদেশে উপলব্ধ মোনাশ কলেজের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলকপাত করা হবে।
অনুষ্ঠানে মোনাশ কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখবেন মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার গ্রুপ মার্কেটিং ম্যানেজার অ্যারন থম্পসন। তিনি মোনাশ কলেজ সম্পর্কেও কথা বলবেন, মোনাশ বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির একটি সংক্ষিপ্ত বিবরণ দেবেন এবং শিক্ষার্থীদের জন্য মোনাশ যে ডিগ্রিগুলো উন্মুক্ত করবে সেগুলোতে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
‘পিয়ারসন এডেক্সেল আইজিসিএসই ও/এএস/এ লেভেলের পরে আন্তর্জাতিক শিক্ষাগ্রহণে সেরা বিকল্প’-শীর্ষক দ্বিতীয় ইভেন্টটি অনুষ্ঠিত হবে একই দিন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত। ইউসিবি’র আয়োজনে এ ইভেন্টটি আয়োজিত হবে বিশ্ববিখ্যাত শিক্ষা প্রকাশনা ও মূল্যায়ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পিয়ারসন’র সহযোগিতায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পিয়ারসন’র বাংলাদেশের কান্ট্রি হেড এম জহির উদ্দিন, এসটিএস গ্রুপের গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়ণন, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের এনরোলমেন্ট প্রধান জামাল উদ্দিন জ্যামি এবং সহযোগী কাউন্সিলর ও অ্যাডজান্ট ফ্যাকাল্টি (মার্কেটিং) হাবিবা কিবরিয়া।
“কেমব্রিজ ও লেভেল, ইন্টারন্যাশনাল এএস এবং এ লেভেলের পরে শীর্ষ আন্তর্জাতিক শিক্ষাগ্রহণে সেরা বিকল্প”-শীর্ষক ইভেন্টটি অনুষ্ঠিত হবে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের সহযোগিতায়। এ প্রতিষ্ঠানটি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ইভেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এখানে বক্তব্য রাখবেন ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, এসটিএস গ্রুপের গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়ণন, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের এনরোলমেন্ট প্রধান জামাল উদ্দিন জ্যামি এবং সহযোগী কাউন্সিলর ও এডজান্ট ফ্যাকাল্টি (মার্কেটিং) হাবিবা কিবরিয়া।
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের সিইও ড. সন্দীপ বলেন, ইউসিবি’র আসন্ন ইভেন্টগুলো নিয়ে আমি উচ্ছ্বসিত। উচ্চশিক্ষার জন্য আগ্রহী ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সহায়তায় ইভেন্ট আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানে বিশেষজ্ঞরা উচ্চ শিক্ষাগ্রহণে বিকল্প ও নানা উপায় এবং নির্দেশনাসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ফলাফলের জন্য অপেক্ষারত শিক্ষার্থীদের জন্য এ আয়োজনগুলোতে অংশগ্রহণ করা আবশ্যক।
শিক্ষার্থীদের ও/এএস/এ লেভেলের পরে উচ্চশিক্ষা যাত্রা শুরু করার জন্য ইউসিবি একটি চমৎকার পছন্দ হতে পারে। ইউসিবি বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা (কিউএস ২০২২ র্যাঙ্কিং) অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের একমাত্র বাংলাদেশি অংশীদার হওয়ায়, শিক্ষার্থীরা বাংলাদেশে থেকেই ইউসিবিতে উচ্চশিক্ষা গ্রহণ করে মোনাশ ইউনিভার্সিটি মানের ডিগ্রি অর্জন করতে পারেন।
এ অনুষ্ঠান ও কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা ভিজিট করুন- https://www.UCBbd.org।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত