বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “কৃষি উন্নয়ন ও বনায়নে বঙ্গবন্ধুর ভাবনা” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাখহরি সরকার।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ড. ঈশিতা হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ওয়েবিনারে যুক্ত ছিলেন।
ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বঙ্গবন্ধু পরিকল্পনা মাফিক সবুজায়নের উপর জোর দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/এএম