৫ জুলাই, ২০২২ ১৭:৩৩

ঢাবির ভর্তি পরীক্ষায় পাশ করেননি সেই বেলায়েত

অনলাইন ডেস্ক

ঢাবির ভর্তি পরীক্ষায় পাশ করেননি সেই বেলায়েত

মো. বেলায়েত শেখ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাশ করেননি মো. বেলায়েত শেখ। তিনি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফলের নম্বরসহ মোট ২৬.০২ নম্বর পেয়েছেন। ৫৫ বছর বয়সে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। 

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ঘ’ ইউনিটের ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। ফলাফলে পাসের হার ৮ দশমিক ৫৮। গত ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছিল। 

বেলায়েত শেখ ১৯৮৩ সালে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন। কিন্তু বাবার অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে তিনি পরিবারের হাল ধরেন। ৫০ বছরে বেলায়েত শেখ ভর্তি হন নবম শ্রেণিতে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (এইচএসসি) উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেন। জানিয়েছিলেন সুযোগ পেলে তিনি সাংবাদিকতা বিভাগে ভর্তি হবেন। উত্তীর্ণ না হওয়ায় সে সুযোগ পাবেন না তিনি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর