১৩ আগস্ট, ২০২২ ১৯:৩৭

চারটি প্রত্ননিদর্শন সংগ্রহ করেছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম

রাবি প্রতিনিধি

চারটি প্রত্ননিদর্শন সংগ্রহ করেছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম

চলতি বছরে চারটি প্রত্ননিদর্শন সংগ্রহ করেছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এই নিদর্শনগুলো সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত এই মিউজিয়ামটিতে সংগ্রহ করা প্রত্ননিদর্শনগুলোর মধ্যে রয়েছে একটি কালো পাথরের স্তম্ভ, একটি ধূসর বেলে পাথরের কথিত গণিশ মূর্তি, একটি পিতলের গণেশ মূর্তির ৩টি খণ্ডাংশ ও একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি।  

অধ্যাপক পান্ডে জানান, কালো পাথরের স্তম্ভটি গত ৩ এপ্রিল রাজশাহীর বাগমারা থেকে, ধূসর বেলে পাথরের গণিশ মূর্তিটি গত ১১ মে গোদাগাড়ি থেকে, পিতলের গণেশ মূর্তির খণ্ডাংশটি গত ৫ জুন চাপাই নবাবগঞ্জের ভোলাহাট থেকে এবং কালো পাথরের বিষ্ণুমূর্তিটি গত ২৮ জুন নওগাঁর ধামইরহাট থেকে সংগ্রহ করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর