২০২১-২২ শিক্ষাবর্ষের ২২ বিশ্ববিদ্যালয়ের পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। শুক্রবার ফলাফল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস করেও জানিয়ে দেয়া হয়েছে।
আবেদনকৃত শিক্ষার্থীদের কারও ফলাফল পরিবর্তন হয়নি বলে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার।
তবে তিনি বলেন, শিক্ষার্থীরা যদি মনে করেন তাদের ফল পরিবর্তন হতে পারে তাহলে তারা নিজেদের খাতা দেখার সুযোগ পাবে। যদি কেউ খাতা দেখতে চায় তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে খাতা দেখতে পারবে।
২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার খাতায় বিভিন্ন ত্রুটির কারণে ‘এ’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ ইউনিটে ৪৮ জনের এবং গুচ্ছের ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়।
রেজাল্ট প্রকাশের পর ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছিল ৩০ আগস্ট ১২টা থেকে। যা শেষ হয় ৪ সেপ্টেম্বর রাত ১১.৫৯ মিনিটে। দুই হাজার টাকা ফি দিয়ে এতে আবেদন করেছিলেন ১১৬৩ শিক্ষার্থী । এরমধ্যে এ ইউনিটে ৬৮৬ জন, বি ইউনিটে ২৪৫ জন এবং সি ইউনিটে ২৩২ জন শিক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল ।
উল্লেখ্য, এ বছর ‘এ’ ইউনিটে পাশের হার ৫৫.৬৩ শতাংশ, ‘বি’ ইউনিটে পাশের হার ৫৬.২৬ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাশের হার ৫৯.৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত