কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের দুই দিনের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের উপস্থিতিতে জরুরি মিটিং শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে, রবিবার ও সোমবার সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে পুনঃনির্ধারণ করে নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৯ ও ১০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/এএম