রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট চলাকালে কৃষি অনুষদ ও আইবিএ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদভুক্ত ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স বিভাগ এবং আইবিএ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলছিল। কিন্তু নির্ধারিত সময়ে কোনো পক্ষের গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। এ সময় রেফারির বাঁশির ফুঁ পড়ার আগেই গোলবার লক্ষ্য করে বলে আঘাত করে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সের শিক্ষার্থী। তবে গোলরক্ষক বলটি গোল হওয়া থেকে রক্ষা করে। অপরদিকে রেফারি নির্দেশ দেওয়ার আগেই বলে কিক করায় তা বাতিল করা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আন্তঃবিভাগ ফুটবল খেলার সময় কিছু ভুল বোঝাবুঝির কারণে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি সমাধানের জন্য আলোচনা করছি।
বিডি প্রতিদিন/এমআই