রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ডা. মোইজুর রহমানকে লাঞ্ছনার ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবি জানান।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের কথা থাকলেও তখন শুরু হয় মুষলধারে বৃষ্টি। এসময় বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলআমিন লিখিত বক্তব্য ও কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-অভিযুক্ত ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিল, ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে জড়িত অন্যান্য শিক্ষার্থীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, আন্তঃবিভাগ প্রতিযোগিতার যেকোনো খেলায় যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা। এসময় সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সকল ক্লাস এবং পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়।
রবিবার রাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার অংশ হিসেবে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগ বনাম আইবিএ অনুষদের খেলা অনুষ্ঠিত হয়। এসময় টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সের অধ্যাপক ডা. মোইজুর রহমান মীমাংসার জন্য এগিয়ে গেলে আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা সৌমিক তার কলার ধরে টানাহেঁচড়া করে এবং অন্যান্য শিক্ষার্থীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে।
বিডি প্রতিদিন/এমআই