২৭ নভেম্বর, ২০২২ ২০:২৫

জবিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জবিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জবিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ই-নথি বাস্তবায়ন কমিটির আয়োজনে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে বিভিন্ন ই-নথি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। দ্রুততম সময়ে কিভাবে অফিসের কার্যক্রম পরিচালনা করবে এর উপরে বক্তব্য রাখেন অতিথিরা। এছাড়াও কেন্দ্রীয় গ্রন্থাগার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘বঙ্গবন্ধু কর্নারে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরের পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর