২৯ ডিসেম্বর, ২০২২ ১৭:৪১

শীতের ছুটিতে খোলা থাকছে রাবির আবাসিক হল

রাবি প্রতিনিধি

শীতের ছুটিতে খোলা থাকছে রাবির আবাসিক হল

শীতের ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন। 

তিনি বলেন, শীতের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। 

এরআগে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম জানান, শীতের ছুটি উপলক্ষে ১ থেকে ১২ জানুয়ারি একাডেমিক কার্যক্রম এবং ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরী বিভাগগুলো চালু থাকবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর