মানুষ ও কুকুরের মধ্যকার সংঘাত নিরসন করে পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করার লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পথকুকুর বন্ধ্যাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে থেকে শুরু হয়ে শনিবার (১৩ই মে) বিকেল পর্যন্ত চলে এ কর্মসূচি।
'ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন' (ডিইএসসিএফ) এর আয়োজনে কর্মসূচির মূল সার্জিক্যাল দলে ছিলেন প্রখ্যাত প্রাণীচিকিৎসক ড. বায়েজিদ বোস্তামিসহ ৪ জন ভেটেরিনারি ডক্টর এবং ৪ জন ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট।
দুইদিনব্যাপী এই কর্মসূচিতে ক্যাম্পাস এলাকার মোট ৭০টি কুকুরের বন্ধ্যাকরণ করা হয়।
এ বিষয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান বলেন, 'ক্যাম্পাস ও আশেপাশের কিছু অঞ্চলের কুকুর নির্দিষ্ট অনুপাতে বন্ধ্যাকরণের মধ্য দিয়ে মানুষের সাথে এদের সংঘাত অনেকখানি কমে আসবে। একইসাথে একাধিকবার সন্তানদানের জটিলতায় কুকুরের ক্যান্সার আক্রান্ত হওয়ার হার, বংশবিস্তারে এদের সীমানা নির্ধারণের লড়াইয়ে আহত হওয়া এবং কুকুরের প্রতি মানুষের অমানবিকতা নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাবাদী।'
বিডি প্রতিদিন/হিমেল