'কর্মের মাধ্যমে আশা তৈরি’ এ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নানা আয়োজনে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস- ২০২৩ পালিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টারের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে ভাষা শহীদ রফিক ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের নেতৃত্বে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়াও র্যালিটি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টাবৃন্দের (শিক্ষক-শিক্ষিকা) অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, 'ইদানিং আমাদের শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে। এই বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের বন্ধুসুলভ আচরণের মধ্য দিয়ে তাদের মানসিক সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। '
বক্তারা আরো বলেন, 'আত্মহত্যা' এমন একটি শব্দ যা শুনলে যেকোনো মানুষ আগে আতঙ্কিত হয়ে ভয় পেত কিন্তু বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে এই শব্দটি খুবই পরিচিত। আজকাল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা কোন কিছু নিয়ে হতাশ হলেই এই কলঙ্কময় পথটি বেছে নেয়, যা কোনভাবেই সমাধান হতে পারে না। '
এ-সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টারের আহবায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মদ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম