দীর্ঘ ৮ বছর পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় মেডিকেল কলেজের ২ নম্বর গ্যালারিতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাশেদ ফেরদৌস আকাশের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির উপ-অটিজম বিষয়ক সম্পাদক ডা. রাহাত আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান ইসলাম মুন্না, উপসাংস্কৃতিক সম্পাদক সিথিমা সেন, উপসমাজসেবা সম্পদাক রিমা আক্তার ডলি ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইরতিজা হাসান ফয়সাল প্রমুখ।
কর্মী সভায় আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিরোধী জোটের ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রলীগকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়। অচিরেই শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের একটি নতুন কমিটি গঠনের আশ্বাস দেন কেন্দ্রীয় নেতারা।
এর আগে ২০১৫ সালের ১৯ অক্টোবর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। এর পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এরপর আর কোনো কমিটি হয়নি মেডিকেল কলেজ ছাত্রলীগের।
বিডিপ্রতিদিন/কবিরুল