নির্দেশ অমান্য করে ক্যাম্পাসের গাছে গাছে পেরেক ঠুকে লাগানো সকল ব্যানার-পোস্টার অপসারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শুক্রবার বিকেলে প্রক্টর দপ্তরের এক অভিযানে এসব ব্যানার তুলে ফেলা হয়।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, পেরেক ঠুকে পোস্টার ব্যানার লাগানোর কারণে গাছগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পূর্বে অনেক গাছ মারাও গেছে। তাই ক্যাম্পাসের কোন গাছে পেরেক ঠুকে ব্যানার-পোস্টার না টানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু অনেকে সেটা অমান্য করে এ কাজ করছে। তবে ভবিষ্যতে কেউ এ কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, আসন্ন রাবি ছাত্রলীগের সম্মেলনে প্রচারণার অংশ হিসেবে পদপ্রার্থী নেতারা ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে ব্যানার পোস্টার দিয়েছে। কেউ কেউ গাছে গাছে পেরেক ঠুকে প্রচারণা ব্যানার লাগিয়েছেন। একই কাজ করেছে বিভিন্ন প্রতিষ্ঠা ও কোচিং সেন্টার। ফলে ক্যাম্পাসের প্যারিস রোড, লাইব্রেরি রোড, প্রধান ফটোকের রোডের গাছগুলো ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। তবে গাছে পেরেক ঠুকে কোন ব্যানার-পোস্টারে প্রচারণা চালাতে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে একাধিকবার সচেতন করে মাইকিংও করেছে প্রক্টর দপ্তর। তবে নির্দেশ অমান্য করে অনেকেই এ কাজ করেই চলেছেন।
গাছে পেরেক মারার ক্ষতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনজুর হোসেন বলেন, ক্যাম্পাসের অধিকাংশ আকর্ষণীয় গাছ মরার পিছনে দায়ী অনাকাঙ্ক্ষিত ড্রেন করা এবং পেরেক ঠুকে ব্যানার-পোস্টার লাগানো। ফলে অকালেই গাছগুলো মারা যাচ্ছে। তাই দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়া জরুরী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম জানান, গাছগুলো রক্ষার্থে সকলের সচেতনতা দরকার। এই গাছগুলো ক্যাম্পাসে সৌন্দর্যের প্রতীক। কিন্তু বিভিন্ন গাছে পেরেক দিয়ে ব্যানার পোস্টারে দেয়ার কারণে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে সকলকে নানাভাবে সচেতন করা হয়েছে। কিন্তু এভাবে চলতেই থাকলে আমাদের অবশ্যই কঠোর হতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল