সেমিস্টার পদ্ধতি বাতিল করে পুনরায় বর্ষ পদ্ধতি চালুর দাবিতে আমরণ অনশনে বসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। তবে বিষয়টি পুনঃবিবেচনার আশ্বাসে অনশন ভঙ্গ করেন তারা। আজ বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবি জানালে আমরা বিষয়টি বিশেষ বিবেচনার আশ্বাস দিয়েছি। ফলে তারা অনশন ত্যাগ করেছেন। এটা সমাধানে অনুষদ ও বিভাগের শিক্ষকদের সঙ্গে শিগগিরই আলোচনা হবে। তবে বিষয়টি একটু সময়সাপেক্ষ।
এরআগে, গত কয়েক দিন ধরেই অনুষদে সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল আইন অনুষদের শিক্ষার্থী। শিক্ষার্থী বলছেন, আইন অনুষদের সিলেবাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষা অন্যদের থেকে আলাদা। সেমিস্টার করার কারণে অল্প সময়ে বৃহৎ সিলেবাস সম্পূর্ণ হয় না। এতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হবে। অথচ দেশজুড়ে এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সুনাম রয়েছে। এই সুনাম অক্ষুন্ন রাখতে সেমিস্টার পদ্ধতি বাতিল চান তারা।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের মাস্টার্সের রেজাল্ট ১০ মাসেও প্রকাশ না হওয়ায় আন্দোলন হয়েছে। বিভাগের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দ্রুত রেজাল্ট দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
তারা বলেন, গত বছর ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়েছে। অথচ এখন পর্যন্ত রেজাল্ট দেয়া হচ্ছে না। বিভিন্ন সময় বিষয়টি বিভাগকে জানানো হলে তারা আশ্বাস দিছেন, কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলে অনেক শিক্ষার্থী হতাশায় ভুগছে। কেউ উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ যেতে পারছে না, অনেকে ভাল চাকরির সুযোগ থাকলেও রেজাল্ট না দেওয়ায় বঞ্চিত হচ্ছে। অবিলম্বে রেজাল্ট প্রকাশের দাবি জানান তারা।
এ ব্যাপারে বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসাইন বকুল বলেন, রেজাল্ট দ্রুত প্রকাশের জন্য আমরা চেষ্টা করছি। বিষয়টি নিয়ে বিভাগে আলোচনা চলছে।
বিডি প্রতিদিন/জামশেদ