রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। ভর্তি কমিটিকে সর্বসম্মতভাবে এই সুপারিশ করেছে ভর্তি উপ-কমিটি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ খান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভর্তি কমিটির নিকট ১২, ১৯ ও ২৬ এপ্রিল নেওয়ার সুপারিশ করেছে ভর্তি উপ-কমিটি। এ বছর ভর্তি ফি বাড়ানো হয় নি। ফলে পূর্বের ফি থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি উপ-কমিটির সভায় সর্বসম্মতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ব বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এ, বি, সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত বছর প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা ছিল। চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ১১০০ টাকা এবং ‘এ' ইউনিট (মানবিক) ও 'সি' ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা। এছাড়া ১ ঘন্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান ছিল ১০০।
বিডি প্রতিদিন/আরাফাত