রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযোদ্ধার নাতি-নাতনী ও পোষ্য কোটা সংস্কার বিষয়ক পর্যালোচনা কমিটি গঠিত হয়েছে। এ কমিটির প্রতিবেদনের পর ২০২৪-২৫ সেশনের ভর্তিতে এই কোটা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধার নাতি-নাতনীসহ অন্যান্য কোটাও পর্যবেক্ষণের জন্য একটি পর্যালেচনা কমিটি গঠিত হয়েছে। এই কমিটি প্রতিবেদন জমা দিলে এবছর ভর্তি পরীক্ষায় কোটা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১২১-২২ সেশনে প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা, পোষ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী কোটা সহ অন্যান্য কোটায় সিট ছিল ৬২১টি, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫৩৭টি এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৩৪টি।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা নাতি-নাতনীদের কোটা বাতিলের সিদ্ধান্ত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কোটাটি বাতিলের দাবি ওঠে। গত ৩১ অক্টোবর পোষ্য কোটা বাতিলসহ উপাচার্যকে তিন দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এছাড়া কোটাটি বাতিলের দাবিতে বিভিন্ন সময় ক্যাম্পাসে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ