জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এবং আশেপাশের এলাকায় পোস্টারিং কার্যক্রম পরিচালনা করেছে ঢাবি ছাত্রদল। কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল, অমর একুশে হল, মেডিকেল এবং বঙ্গবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে এই পোস্টারিং কার্যক্রম চালায় তারা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ্ ও সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুইঁয়া ইমনসহ অমর একুশে হলের সিনিয়র সহ-সভাপতি জসিম খান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলফি লাম, দপ্তর সম্পাদক সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন তানভীর সজীব, রানা, হাসান তারেক হিমেল, শাহেদ, রিয়ান, আসাদ, আরমান, তায়েব, মাহবুব, রিমন, হাবিব, হৃদয়, আতিক, ঐতিহ্য, ইমন ও সানিম।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন নূরসহ মো. আনোয়ার হোসেন, মাহাদী ইসলাম নিয়ন, এহসানুল ইসলাম, হাফিজ, মাসুম বিল্লাল, রুহুল আমিন, সৌরভ ও শান্তসহ আরও অনেক নেতৃবৃন্দ এ কার্যক্রমে অংশ নেন।
এছাড়া, ফজলুল হক মুসলিম হলে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান আসিফ, যুগ্ম সম্পাদক আবিদ, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান রুমী, দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ, মো. সোহাইল সাবিত সৌমিকসহ আরও অনেক কর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রদলের এই উদ্যোগ ঢাবি এলাকায় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ছাত্র সমাজের মধ্যে ঐক্য ও উদ্দীপনা সৃষ্টি করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল