শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবি) ক্রিকেট টিমের পক্ষ থেকে মাঠ সংস্কার, খেলাধুলার উন্নয়ন ও দ্রুত সংস্কারের লক্ষ্যে ১৪ দফা প্রস্তাবনা দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর কাছে এসব প্রস্তবনা তুলে ধরেন শিক্ষার্থীরা।
প্রস্তাবনা সমূহ হলো- ক্রিকেট মাঠ সম্প্রসারণ ও পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরী করা, ৮টি বক্সনেট মাঠের দুই পাশে ২৮টা বিভাগের জন্য একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা, ক্রিকেট টুর্নামেন্টের জন্য দুইটা পিচ তৈরি করা, সেন্ট্রাল ফিল্ডে খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম তৈরি করা, দ্রুত সময়ের মধ্যে বাস্কেটবলের কোর্ট সংস্কার করা, টেনিস কোর্ট উন্মুক্তকরণ ও সঠিকভাবে সংস্কার করা, হ্যান্ডবল ফিল্ডের পাশেই ভলিবল কোর্ট তৈরী করা এবং একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা, খেলাধুলা বাবদ প্রতিটি ডিপার্টমেন্টে বাজেট বৃদ্ধি করা, মাটের উঁচুনিচু জায়গা ঠিক করতে একটি রোলার গাড়ির ব্যবস্থা করা, ম্যাচ ফি টাকা বাড়ানো (দলের সদস্য ১৯ জন ১জন ম্যানেজার) (৫০০০ যৌক্তিক), বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীর জন্য মেডেলসহ প্রাইজমানি প্রদান করা, প্রতিটি খেলায় কমেন্ট্রি'র ব্যবস্থা করা, খেলা পরিচালনায় সহযোগিতার জন্য প্রযোজনে ভলেন্টিয়ার নিয়োগ করা ও প্রতিটা টুর্নামেন্টের আগে লিগ্যাল প্লেয়ার ভেরিফিকেশন সিস্টেম আপডেট করা এবং গুরুত্ব সহকারে দেখা।
শিক্ষার্থীদের দাবি সমূহের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণ করতে আমরা বদ্ধ পরিকর।
তিনি বলেন, যেগুলো সংস্কার এখন করা সম্ভব আমরা সেগুলো দ্রুতই করবো। আর যেগুলো বড় প্রজেক্টের কাজ সেগুলো আগামীতে করবেন বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি।
বিডি প্রতিদিন/নাজিম