অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ মতবিনিময় সভা হয়।
সভায় ড. আমিনুল ইসলাম বলেন, শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার সংস্কারমূলক পরিকল্পনা করেছে। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করার কাজ চলছে। চলমান চতুর্থ শিল্প বিপ্লবকে বাংলাদেশের উন্নয়নে সংযুক্ত করতে আধুনিক ও দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন। সেক্ষেত্রে কৃতবিদ্য শিক্ষক ও গবেষকরা যথাযথ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদা অনুসারে অবকাঠামোর উন্নয়নে পরিকল্পনার কথাও জানান তিনি।
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, শিক্ষা এমন একটি ক্ষেত্র, যার পরিকল্পনা ও উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অভিজ্ঞজন প্রয়োজন। ড. আমিনুল ইসলাম সেক্ষেত্রে যথেষ্ট যোগ্য ব্যক্তিত্ব। তিনি শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ে উন্নয়নে তার দৃষ্টি আকর্ষণ করেন উপাচার্য।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই