দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্কের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) সারাদেশের বিতার্কিকদের মান ও দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্নরকম আয়োজন করে। সারা বছর বিভিন্ন ক্যারিয়ার ওয়ার্কশপসহ বিভিন্ন ফরম্যাটের বিতর্ক আয়োজনের পর এবার তৃতীয়বারের মতো এনডিএফ বিডি কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে এনডিএফ বিডি Core 3.0 বিতর্ক প্রতিযোগিতা। এনডিএফ বিডির ৬৪ জেলার শ্রেষ্ঠ বিতার্কিকরা উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
২২-২৩ নভেম্বর দুই দিনব্যাপী আয়োজনটি মিরপুরে অবস্থিত সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জাহাঙ্গীর আলম, বিল্লাহ মুস্তাইন, পরিচালক সোর্সিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ালমার্ট., এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ এবং আয়োজনের কনভেনর ও এনডিএফ বিডির কো-চেয়ারম্যান উসামা রাশেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই