১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত স্বাধীনতার জন্য সংঘটিত গণহত্যা, গুম, খুন ও নির্যাতনের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'গণহত্যায় অর্জিত স্বাধীনতা ১৯৭১-২৪' চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় শুরু হয় এই চিত্র প্রদর্শনী।
চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে- পাকিস্তানি হানাদার কতৃক ১৯৭১ সালে সংগঠিত গণহত্যা, মুক্তিযুদ্ধ ও সাধারণ মানুষের দূর্ভোগ, যুদ্ধে নারী বীরাঙ্গনাদের অবদান, যুদ্ধে বিভিন্ন সেক্টর কমান্ডারদের অবদান, মুক্তিযুদ্ধে আপামর জনতার স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ, ১৯৭৪ এর দূর্ভিক্ষ এবং আওয়ামিলীগের দুঃশাসন, রাষ্ট্র মেরামতে শহিদ জিয়ার কার্যক্রম, ১৯৯০ এর এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান, ২০০৯ এর বিডিআর হত্যাকাণ্ড, আওয়ামী সরকারের গুম-খুনের আয়নাঘর, ২০২৪ এ শিক্ষার্থীদের উপর চালানো আওয়ামিলীগ এবং ছাত্রলীগের চালানো গণহত্যা ও জুলাই বিপ্লবে শাবিপ্রবি শিক্ষকদের অংশগ্রহণসহ নানা প্রদর্শনী তুলে ধরা হয়েছে। এছাড়াও বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে প্রতিযোগিতার আয়োজন ও করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, ‘তরুণ প্রজন্মের সামনে বাংলাদেশের রক্তক্ষয়ী ইতিহাস ঐতিহ্যের বার্তা পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।’ তারা আরো বলেন, ‘বিগত সময়গুলোতে আওয়ামী সন্ত্রাসীদের চালানো গণহত্যার চিত্রও তুলে ধরা হয়েছে যাতে করে এই প্রজন্ম সন্ত্রাসীদের মনে রাখতে পারে।’
বিডি প্রতিদিন/আশিক