ইসলামী ছাত্রশিবিরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার আয়োজনে দ্য গ্রেড দাদুবাড়ীর মিলনায়তনে হাবিপ্রবি’র শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের সবকিছু আছে কিন্তু মরালিটি নেই। শিক্ষা ব্যবস্থাকে গত ৫০ বছরে আমরা ঠিক করতে পারিনি। বর্তমান শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট নির্ভর একটি শিক্ষা ব্যবস্থা। এ শিক্ষা ব্যবস্থায় সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি হয় না। দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরি হতে হলে ইসলামী ছাত্রশিবির তথা ইসলামের পতাকাতলে সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. রেজওয়ানুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি শেখ রিয়াদ। ক্যারিয়ার আলাপন বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক তথ্য উপস্থাপন করেন আমন্ত্রিত অতিথি ডাক্তার আফসার আল মাহমুদ, ড. আব্দুস সোবাহান, অহিদুল ইসলাম আকীক প্রমুখ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নবীন বরণের অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/এমআই