বাংলাদেশের প্রথম প্রাইভেট হাসপাতাল শমরিতা হাসপাতালের স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর প্রফেসর ড. মো. রিদওয়ানুল হক। একই সঙ্গে তিনি হাসপাতালের অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
ড. রিদওয়ানুল হক বাংলাদেশের সার্ভিস সেক্টরে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। হাসপাতাল এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে তিনি প্রশিক্ষণ ও পরামর্শ সেবা দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
ড. রিদওয়ানুল হক অস্ট্রেলিয়া থেকে মার্কেটিংয়ে তার মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি গবেষণা ক্ষেত্রেও অগ্রগণ্য এবং সার্ভিস সেক্টরে তার গবেষণা কার্যক্রমের জন্য সুপরিচিত।
শমরিতা হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব হাসপাতালের পরিচালনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।