ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন উপলক্ষে সকল পূর্বনির্ধারিত সকল পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে ক্লাসসমূহ চলমান থাকবে।
রবিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আতশবাজি অনুষ্ঠিত হবে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ৪৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান প্রমুখ এসময় সেখানে উপস্থিত থাকবেন।
এ ছাড়া আগামীকাল সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পর কেক কাটা কর্মসূচির মধ্য দিয়ে ৪৬তম বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হবে।
পরে পর্যায়ক্রমে বর্ণাঢ্য আনন্দ র্যালি , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, বিভাগসমূহ আয়োজিত শিক্ষা ও গবেষণা প্রদর্শনী উদ্বোধন, জুলাই-আগস্ট ২০২৪ এর চেতনাকে আলোকপাত করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা, ডকুমেন্টারী প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
বিডি প্রতিদিন/আশিক